ফেনী জেলার কিছু স্বেচ্ছাসেবী যুবকের উদ্যোগে, আমাদের প্রাণের শহর ফেনী'কে নিয়ে কিছু করার প্রত্যয়ে গুটি গুটি পায়ে ফেনীক্যাফে'র এগিয়ে চলা।
আমাদের মূল কাজের মধ্যে FeNiCaFe ফেনীক্যাফে গ্রুপের উদ্যোগে ২০১৪ইং সাল থেকে আমরা ফেনী জেলার পরশুরাম এবং ছাগলনাইয়া থানায় ছিন্নমূল গরিব পরিবারের মাঝে ইফতার বিতরন এর মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়। ২০১৪ এবং ২০১৫ ইং সালে ছাগলনাই থানায় ইফতার বিতরন করা হলেও, পরবর্তী ছাগলনাই থানায় ইফতার বিতরন বন্ধ থাকে। পরশুরাম থানায় ২০১৪ইং সাল থেকে প্রতি বছর রমজান মাসে ইফতার বিতরন কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। এতে পরশুরাম থানার ওসি সহ বিভিন্ন হৃদয়বান ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং অত্র এলাকার পরিচিত ভাই-বন্ধু আমাদের আর্থিকভাবে সাহায্য করেন। পাশাপাশি ফেনীক্যাফে গ্রুপের অনেক পরিচিত অপরিচিত সদস্য আমাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে সাহায্য করেন। এতে আমরা ২০১৪ সালে ৫০ পরিবার, ২০১৫ সালে ১০০ পরিবার, ২০১৬ সালে ১০০ পরিবার, ২০১৭ সালে ১৭০ পরিবার, ২০১৮ সালে ১৫০ পরিবার এবং ২০১৯ সালে ১০০ ছিন্নমূল গরিব পরিবারের মাঝে ইফতারি বিতরন করেছিলাম।
এই অগ্রযাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাকে জানাই স্বাগতম। আশা করি আমাদের প্রাণের এই শহরের কল্যাণে সবসময় আপনাদের পাশে পাবো। ফেনীক্যাফে'র পক্ষ থেকে সবার জন্য রইলো শুভকামনা।
We are always ready to serve poor or helpless people. Please join us to be a proud human.